রোববার, ২৭ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাষাঢ়া-আদমজী সড়কের দুই কিলোমিটার চলাচলের অযোগ্য

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৭, ২৭ এপ্রিল ২০২৫

চাষাঢ়া-আদমজী সড়কের দুই কিলোমিটার চলাচলের অযোগ্য

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের চাষাড়া-আদমজী প্রধান সড়কের হাজীগঞ্জ এম সার্কাস থেকে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত অন্তত দুই কিলোমিটার অংশ প্রায় এক বছর যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাত-পা ভেঙে পঙ্গুও হয়েছেন অনেকেই। কিন্তু সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। 

চাষাড়া-আদমজী সড়কের পাশেই গড়ে উঠেছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়, আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়সহ অনেক সরকারি বেসরকারি আবাসন, ধর্মীয় ও শিল্পপ্রতিষ্ঠান। এ সড়ক দিয়ে প্রতিনিয়তই যাতায়াত করে থাকে শত শত শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ। এলাকার অসুস্থ ব্যক্তিসহ গর্ভবতী মহিলাদের এ পথ দিয়েই হাসপাতালে নিয়ে যেতে হয়। সড়কের ভাঙাচোরা এই অংশটুকু সংস্কার না হওয়ায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

অনেক ক্ষেত্রে গর্তে পড়ে কোনো গাড়ি নষ্ট হলে যানজটের সৃষ্টি হয়। অনেকেই আক্ষেপ করে বলেন, যারা এসব দেখভালের দায়িত্বে আছেন সাধারণ মানুষের কষ্ট বোঝার মতো মনমানসিকতা তাদের নেই। যদি থাকত তা হলে রাস্তার এ বেহাল অবস্থা দেখে মেরামত করার উদ্যোগ নিত।

এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) নারায়ণগঞ্জ সড়ক উপবিভাগ-১-এর মোহাম্মদ আহছান উল্লাহ মজুমদার বলেন, সড়কেও ঐ অংশটুকু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীনে থাকায় আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সিটি করপোরেশন সংস্কার করবে বলে আমরা কোনো পদক্ষেপ নেইনি। তবে তারা রাস্তা সংস্কার না করলে আমরা পদক্ষেপ নেব। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তা সংস্কারের বিষয়ে আমরা মিটিংয়ে আলোচনা করেছি। যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের পদক্ষেপ নেওয়া হবে।