
ফাইল ছবি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগারে এ সেমিনার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মুহা. সোহরাব আলী।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান। সেমিনারে নদীদূষণ রোধে সচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।