সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাজীগঞ্জ মহিলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩২, ২৮ এপ্রিল ২০২৫

হাজীগঞ্জ মহিলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

আত্ম মানবতার দারিদ্র বিমোচনে সামাজিক উন্নায়নে নিজেদের সাক্ষর রাখতে সমবায় দপ্তরের অধীনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হাজীগঞ্জ মহিলা সমিতি।

আইটি স্কুল হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন স্কুল মাঠে গতকাল ২৬ এপ্রিল শনিবার বিকালে সমিতির আইটি প্রধান গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে হাজীগঞ্জ মহিলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো আবু জাফর মিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সমবায় অফিসার নাজমুল হুদা, উপজেলা সমবায় অফিসার নাজমুল হক ও সরকারি কবি নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. শিরিন সুলতান প্রমূখ।

এছাড়া ও উক্ত বার্ষিক সাধারণ সভায়  সতেরশো সদস্য ও সমিতির কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।