
ফাইল ছবি
জমি লিখে না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বৃদ্ধ বাবাকে মারধর করে মারাত্মক জখম করার ঘটনায় পাষণ্ড ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ২৭ এপ্রিল উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় ভুক্তভোগী আব্দুর রহিম (৭০) কে তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়ে সোনারগাঁ থানায় তিন সন্তান আর এক নাতির বিরুদ্ধে মামলা দায়ের করান।
বাবাকে মারধর করা সন্তানরা হলেন- জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনায় ভুক্তভোগী ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্রারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বেশ কয়েকদিন যাবত ভুক্তভোগী পিতাকে তার সন্তানেরা সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। তবে তিনি তাতে অস্বীকৃতি জানিয়ে আসেন। একপর্যায়ে গতকাল ক্ষুদ্ধ হয়ে তার উপর আক্রমন করা হয়। সন্তানরা বৃদ্ধকে বেধড়ক মারধর করার সময়ে তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।