
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এলজিইডি অফিসে দুদক অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এলজিইডি অফিসে দুদকের নারায়ণগঞ্জ টিম অভিযান চালায়।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে একসাথে ৩৬ জেলায় এলজিইডিতে এনফোর্সমেন্ট অভিযানের অংশ হিসেবে
এসময় এনফোর্সমেন্ট টিম বন্দর উপজেলায় এলজিডি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে এবং কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে। এক্ষেত্রে প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে বাস্তবায়িত প্রকল্প সমূহে কোন ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা সে সংক্রান্ত বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।