শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভাড়াটিয়ার কোঁদালের কোপে গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৯, ৪ অক্টোবর ২০২৩

বন্দরে ভাড়াটিয়ার কোঁদালের কোপে গৃহবধূ নিহত

প্রতীকী ছবি

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  প্রতিবেশী ভাড়াটিয়ার কোঁদালের কোপে সাবিনা আক্তার পান্না (২৮) নামে  এক গৃহবধূ নিহত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ শান্তিরবাগ এলাকাস্থ জনৈক রাজিব মিয়ার বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।  নিহত   সাবিনা আক্তার পান্না বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার রাজিব মিয়ার স্ত্রী। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শৈলারামপুর এলাকার আব্দুল রশিদ মিয়ার মেয়ে বলে জানাগেছে।  হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা   পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। 

স্থানীয়রা জানায়, উপজেলার নবীগঞ্জ  শান্তিরবাগ টি হোসেন গার্ডেন সংলগ্ন মো. রাজিব মিয়ার শিশু মেয়ে সহ অন্যান্য শিশুরা পাশ্ববর্তী মোশারফ মিয়ার বাড়িতে খেলা করছিল। এতে  ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান উত্তেজিত হয়ে  শিশুদের গালাগালি শুরু করে। এসময় রাজিব মিয়ার স্ত্রী পান্না ভাড়াটিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাড়াটিয়া আব্দর রহমান কোদাল দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করলে ঘটনাস্থালে মারা যায়। বন্দর থানার এসআই রোকনুজ্জামান জানান,  হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত নারীর সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠিয়েছে।  ঘটনার পর থেকে ভাড়াটিয়া আব্দুর রহমান পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।