শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা মূল্যায়ন পরীক্ষা ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৬, ৩০ অক্টোবর ২০২৪

বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা মূল্যায়ন পরীক্ষা ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৩ এর সনদপত্র, ক্রেস্ট, প্রদান

বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৩ এর সনদপত্র, ক্রেস্ট, প্রদান অনুষ্ঠান হয়েছে। গত ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় সালাহ উদ্দিন কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম। বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম। বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শারমীন ফারজানা সভাপতিত্বে

বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান ও বর্ণমালা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পরিচালক জি এম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে, অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন  এসোসিয়েশন এর মহাসচিব লায়ন মোঃ আনোয়ার হোসেন, এসোসিয়েশন এর উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, সহঃ সেক্রেটারী রীনা আক্তার, অর্থ সম্পাদক মোঃ জিয়াউল হক, আইটি সম্পাদক হাফেজ মোঃ শাহ আলম। 

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এস আর কিন্ডারগার্টেন এর পরিচালক এমদাদ স্যার, সোনামনি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ রোজিনা আক্তার, আল ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসাইন, আবু বকর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ট মাওলানা নাঈম, মডেল একাডেমী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, এ টু জেড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম,প্রমুখ।