শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সারবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৬, ৬ নভেম্বর ২০২৪

বন্দরে সারবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে

ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে

বন্দরে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে যাওয়ার সময় সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে  পড়ে গেছে । তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনের সামনে এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যেক্ষদৃশিরা জানায়, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৯টার সময় মদনপুরগামী ঢাকা মেট্রো ট ১৫-০২৩৫ নাম্বারের একটি সারবাহী ট্রাক ফরাজিকান্দা দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসে। পরে ট্রাক চালক তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে পার্শ্ববর্তী একটি খাদে  উল্টে পরে। এ ঘটনায় ট্রাকে রক্ষিত সার ও গাড়ীটি ব্যাপক ক্ষতিসাধন হয়।
তারা আরো জানিয়েছে, উল্লেখিত ফিলিং স্টেশনে যাতায়েতের রাস্তাটির নিচের মাটি সরে যাওয়ার কারনে এ র্দূঘটনা ঘটে।