সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, প্রতিরোধে নেই কার্যকর ব্যবস্থা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৪, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:০৫, ২৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, প্রতিরোধে নেই কার্যকর ব্যবস্থা 

ফাইল ছবি

বন্দরে পুনরায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। দুই সপ্তাহ ধরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলেও প্রতিরোধে নেই কার্যকর কোন উদ্যোগ।  

রোববার (২৪ নভেম্বর) দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় সাধারণ ওয়ার্ডে প্রায় ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। রোগীদের কেউ মশারী ব্যবহার করছেন না। অন্যান্য সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে গাদাগাদি করে থাকছেন তারা।

এ দিকে হঠাৎ নতুন করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পিছনে মশক নিধন অভিযান কার্যক্রম বন্ধ হওয়াকে দায়ী করছেন এলাকাবাসী। নিয়মিত অভিযান পরিচালিত হলে ডেঙ্গুর প্রকোপ তেমন বাড়ত না বলে জানান তারা ।

এ ব্যাপারে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. মাহবুবুল আলম জানান, গত দুই সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। বৃহস্পতিবার চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু আক্রান্ত আরও ২২ জন । তিনি জানান,  হাসপাতালে পর্যাপ্ত মশারী আছে। কিন্তু রোগীরা মশারী টানাতে আগ্রহী নন।