প্রতীকী ছবি
বন্দরে আমেনা বেগম (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারি গৃহবধূ আমেনা বেগম বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকার আনসার আলী মিয়ার মেয়ে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার গকুল দাশের বাগ এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারি কর্মকর্তা ধামগড় ফাঁড়ি এসআই মাহমুদ আলম জানান, অজ্ঞাত কারনে অভিমান করে গৃহবধূ আমেনা বেগম তার পিত্রালয়ের বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।