বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ডালিম বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৮, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:০২, ১ ডিসেম্বর ২০২৪

বন্দরে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ডালিম বাহিনী

ফাইল ছবি

বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে কৃষি চাষাবাদ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছেচিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি ডালিমসহ তার সন্ত্রাসী বাহিনী  বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক গিয়াস উদ্দিন মিয়া বাদী হয়ে গত শনিবার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ডালিমসহ অজ্ঞাত নামা ৫/৭ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকায় এ চাঁদা দাবির ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন আসলে খবর পেয়ে চাঁদাবাজরা দ্রুত পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে,  মুন্সিগঞ্জ জেলার সদর থানার মোক্তারপুর শাহ সিমেন্ট এলাকার বাসিন্দা মৃত হাজী শহীদ মাদবর মিয়ার ছেলে কৃষক গিয়াস উদ্দিন মিয়া দীর্ঘ ২৫ বছর ধরে বন্দরে চর ধলেরশ্বরী এলাকায় কৃষি জমি ভাড়া নিয়ে আলু চাষাবাদ করে আসছে। এর ধারাবাহিকতায় কৃষক গিয়াস উদ্দিন মিয়া  এ বছরে উল্লেখিত চরে প্রায় ২৫ কানি কৃষি জমি ভাড়া নিয়ে আলু চাষাবাদের জন্য জমি প্রস্তুুত শুরু করলে ওই সময় চর ধলেরশ্বরী এলাকার মৃত শবুল্লাহ মিয়ার ছেলে চিহ্নিত সন্ত্রাসী ডালিমসহ তার সন্ত্রাসী বাহিনী উক্ত কৃষকের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় কৃষক আমান উল্লাহ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এ ঘটনায় চাঁদাবাজ ডালিম ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী কৃষককে অকথ্য ভাষায় গালাগালি করে চাষাবাদ বন্ধ করে দেয়।

এলাকাবাসী জানিয়েছে , সন্ত্রাসী  তেল চোর ডালিম ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে  স্থানীয় এলাকাবাসী। এলাকায় আধিপত্য বিস্তার,মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড এবং চোরাকারবারি ব্যবসা নিয়ন্ত্রনসহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সন্ত্রাসী ডালিমের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনচার্জ ও বন্দর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।