বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নভেম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৯, ২ ডিসেম্বর ২০২৪

নভেম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা 

প্রতীকী ছবি

গত নভেম্বর মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৬টি। এর মধ্যে ডাকাতি মামলা ১টি, চুরি ৩টি, ধর্ষন ১টি, মাদক ১২টি ও আরো অন্যান্য মামলা দায়ের হয়েছে ১৯টি। এ ছাড়াও অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ৮টি। তবে গত  মাসে  বন্দর থানায়  হত্যাকান্ডের কোন খবর পাওয়া যায়নি। 

১২টি মাদক মামলায় বন্দর থানা পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। ১২টি মাদক মামলায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ হাজার  পিছ ইয়াবা ট্যাবলেট, ৭৮ কেঁজী গাঁজা, ২২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৩৭ জন ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৬৪ জন এবং সাজাপ্রাপ্ত ৮ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম   জানান , বছরের অন্যান্য মাসের তুলনায় গত নভেম্বর মাসে  আইন-শৃঙ্খলা ছিল ভালো। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।