ফাইল ছবি
বন্দরে বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃতদের সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর রেললাইন ঝাউতলা এলাকার মৃত শেখ খোরশেদ আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসান (৪৫) বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত আব্দুর রব মিয়ার ছেলে মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফারুক (৫৫) একই এলাকার আনোয়ার মিয়ার ২ ছেলে একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিক (৩৪) ও দিদার (৩৬) ও ফুলহর এলাকার সরাফত আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাজহারুল (৫২)।