বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৫টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৫টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে বন্দরে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। 

বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকসকে ১ লাখ টাকাসহ ৫টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী উক্ত ৫টি ইটভাটা থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।