প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে চালককে অস্ত্র ঠেকিয়ে রডভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে বন্দর থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত চালকের নাম মো. আরিফ (৩৫)।
আহত চালক আরিফ জানান, বুধবার রাতে নারায়ণগঞ্জ ওয়্যারহাউজ থেকে সাড়ে ৫ টন রড নিয়ে গাজীপুর কোনাবাড়ির উদ্দেশ্য রওনা হন তিনি। ভোর ৫ টার দিকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় পৌঁছালে ১০/১২ জনের একটি ডাকাত দল ট্রাকটি গতিরোধ করে। পরে ট্রাক চালককে বেদম মারধরের পর এক পর্যায়ে অস্ত্র ঠেকিয়ে ট্রাক থেকে নামিয়ে দিয়ে রডভর্তি ট্রাকটি নিয়ন্ত্রন নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে উদ্দেশ্যে পালিয়ে যায়।
কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোখলেসুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আমরা শুনেছি এমন একটি ঘটনা। রাতে আমাদের টহল দল সড়কেই ছিল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এটি আসলে সোনারগাঁয়ে পড়েছে। এমন একটি ঘটনা শুনেছি।