ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে ইব্রাহিম ও জাকির গংয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী মাজেদা বেগম বাদী হয়ে ইব্রাহিম ও জাকিরসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় ও উপজেলা বন বিভাগ কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টার পর যে কোন সময়ে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকায় এ গাছ কর্তনের ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকার মৃত জয়নাল সরদার ছেলে মানিক মিয়ার ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ দিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে একই এলাকার আবু কালাম মিয়ার ভূমিদৎসু ছেলে ইব্রাহিম, সাবু মিয়ার ছেলে সন্ত্রাসী জাকির গংরা। এর ধারাবাহিকতা গত বুধবার রাতে উল্লেখিত দুস্কৃতিকারিরা জায়গা দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ ভূমিদস্যু ইব্রাহিম, জাকির হোসেন ও একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে আলমগীরসহ একই এলাকার সাফি প্রধানের ছেলে মতিন, কলি প্রধানের ছেলে পাহিন ও ফজর আলী মিয়ার ছেলে ইসমাঈলসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন দুষ্কৃতিকারী রাতের আধারে মাজেদা বেগমের স্বামী ক্রয়কৃত জায়গায় রোপনকৃত ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে পালিয়ে যায়।
পরে বৃহস্পতিবার সকালে মাজেদা বেগম ও তার স্বামী হাজী মানিক মিয়া গাছ কর্তন দেখতে পেয়ে উল্লেখিত বিবাদীদের জিজ্ঞাসা করলে ওই সময় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাজেদা বেগম ও তার স্বামী অকথ্য ভাষায় গালাগালিসহ মারমুখী আচরন করে প্রান নাশের হুমকি প্রদান করে।