বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ১২ ডিসেম্বর ২০২৪

বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

বন্দরে সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্ট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার মোতালিব মিয়ার ছেলে যৌতুক মামলার ১ বছর ৩ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিদুল (৩০) ও একই উপজেলার বাকসরাইল এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত ৪২(১)১৯ নং মাদক মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী ডালিম (৫০)। অপর ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলতাফ (৩২) বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের কান্দীপাড়া এলাকার আব্দুল আলী মিয়ার ছেলে সিআর মামলার বাদী আসামী সবুজ (৩২) ও নবীগঞ্জ  ভান্ডারীপুল এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কবির হোসেন (৩৬)।