ফাইল ছবি
বন্দরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল ও ১০১ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলা লাঙ্গলবন্ধ এলাকার মৃত জামাল মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী বাচ্চু মিয়া (৪০) বন্দর থানার লাউসার এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী ইসমাঈল (৬৩) সোনারগাঁ এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মাছুম (৩০) ও কেওঢালা এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে মামুন (৫২)। বন্দরে পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্র ও ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেন।
ধৃতদের মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ৮টায় বন্দর উপজেলার পিচকামতালস্থ বাজুরবাগ এলাকা ও একই রাত ৯টায় মদনপুর লাউসার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আলতাব হোসেনসহ সঙ্গীয় র্ফোস গত সোমবার রাতে বন্দর উপজেলা পিচ কামতালস্থ বাজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিলসহ বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
অপর দিকে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ফাহেয়াত উদ্দিন রক্তিমসহ সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর থানার মদনপুর লাউসার এলাকায় অভিযান চালিয়ে ১০১ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইসমাঈল, মাছুম ও মামুন নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।