বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, ৩ নারীসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩০, ২৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, ৩ নারীসহ আটক ৪

ফাইল ছবি

বন্দরে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলামকে ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা । ওই সময় হামলাকারিরা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসে ব্যাপক ভাংচুর চালিয়ে পুলিশের অস্ত্র লুটের ব্যার্থ চেষ্টা চালায়।

এ ঘটনায় পুলিশের ২ এএসআই ও ২ কনস্টেবল মারাত্মক ভাবে আহত হয়। 

আহতদের ঘটনার রাতেই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলো বন্দর থানায় কর্মরত এএসআই রেজাউল করিম  অপর এএসআই হায়দার আলী, কনস্টেবল আব্দুল কাদের ও শফিকুল । পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে  মাইক্রোবাস ভাংচুর করে আসামী ছিনিয়ে নেওয়ার  ঘটনায় ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে খোরশেদ কসাই (৪৫) একই এলাকার দীন ইসলাম মিয়ার স্ত্রী পুতুলী বেগম (৪০) ও তার মেয়ে দিবা প্রকাশ ওরফে লিটা প্রকাশ লিজা (১৯) ও একই এলাকার ইকবাল মিয়ার মেয়ে বর্ষা আক্তার (২০)। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার (২৫ ডিসেম্বর) আটককৃত ৪ হামলাকারিসহ ৫৪ জনকে আসামী করে  বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৯(১২)২৪ ধারা- ১৪৩/ ৩২৩ ৩৩৩/ ৩৫৩/ ৩৫৭/ ২২৫/ ৩৭৯/৪২৭ পেনাল কোড। এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুরস্থ  বীর মুক্তিযোদ্ধা ওসমান মিয়ার বাড়ি সামনে পাঁকা রাস্তার উপরে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর থানার এসআই মো: শহিদুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদে ভিত্তি জানতে পারে বন্দর থানা রুজুকৃত ৩৭(৯)১৮ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে। বিষয়টি অফিসার ইনর্চাজকে অবহিত করে উল্লেখিত র্ফোস তার বাড়িতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতকে নিজ হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্য রওনা হওয়ার সময় আটককৃত খোরশেদ কসাই, পুতুলী বেগম,মেয়ে দিবা প্রকাশ ও বর্ষা আক্তারসহ এজাহারভূক্ত ৩৪ জন ও অজ্ঞাত নামা ১৫/২০ জন দুর্বৃত্ত পুলিশ উপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত  ঢাকা মেট্রো গ ১১-০৩১৬ নাম্বারের একটি মাইক্রোবাস ভাংচুর করে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলামকে জোর পূর্বক ছিনিয়ে নেয়। এ ছাড়াও   হামলাকারি খোরশেদ কসাই থানার উপ পরিদর্শক আব্দুল জলিল মন্ডলের কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে পুলিশের ২ এএসআই ও ২ কনস্টেবল আহত হয়। এ ঘটনায় পুলিশ ৩ নারীসহ ৪ হামলাকারিকে আটক করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। হামলাকারি ৩নারীসহ ৪ জনকে আটক উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।###