বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেপ্তার 

ফাইল ছবি

ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাসুম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মাসুম বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(১২)২৪। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুমকে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় বন্দর থানার দেউলী চৌরাপাড়াস্থ জনৈক মনির হাজী বাড়ি সামনে পাঁকা রাস্তার সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী মাসুম দীর্ঘ দিন ধরে উক্ত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধৃত মাদক ব্যবসায়ী দেহ তল্লাশি করে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।