শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৪

বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই 

ফাইল ছবি

বন্দরের কৃতি সন্তান বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র ব্যাক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার (৮২) আর নেই। ইন্নালিল্লাহী..... রাজিউন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টায় ঢাকা আগারগাও এর  ষাটফিটস্থ তার নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা বৃহস্পতিবার বাদ আছর রাষ্ট্রিয় মর্যাদায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন করা হয়। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার এর কফিনে পুস্পস্তবক অর্পন করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম ও  বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাসিরসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার জীবদ্দশায় বন্দর বিএম ইউনিয়ন ও সরকারি হাজী ইব্রাহিম মডেল  স্কুল এন্ড কলেজে  দীর্ঘ দিন ধরে শিক্ষাকতা করেছেন। এ ছাড়াও তিনি শিক্ষাকতার পাশাপাশি বন্দর সিরাজ দৌল্লা নাট্য দলের উপদেষ্টা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।