শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পিকআপ ভ্যান ছিনতাই আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৪

বন্দরে পিকআপ ভ্যান ছিনতাই আটক ১ 

ফাইল ছবি

বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহাজাদা (৩০) নামে এক ছিচকে ছিনতাইকারিকে গ্রেপ্তার করছে পুলিশ।  ধৃত শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে। 

এ ব্যাপারে পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন। যার মামলা নং ৩৩(১২)২৪ ধারা-৩৯৪ পেনাল কোড। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ মহাসড়কের  গকুলদাসের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পিকআপ মালিক অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে মালামাল খালাস করে  খালি পিকআপ ভ্যান নিয়ে বন্দরের কুড়িপাড়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ৬/৭ জনের একটি ছিনতাইকারি দল তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী ঢাকা মেট্রো ন ২০-৩৭৪২ গতি রোধ করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডের দিকে নিয়ে যায়। এরপর তাদের মারধর করে  দেড় লাখ টাকা মুক্তি পণ দাবি করে। পরে ছিনতাইকারি দল পিকআপ মালিকের কাছ থেকে নগদ ১৫ হাজার ৪'শ ৭৯ টাকা ও পিকআপ চালক বাবুলের কাছ থেকে ৪ হাজার ২৫ টাকা ও ১টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়।  পরে ছিনতাইকারি দলের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ট্রাক রেখে তাদের ছেড়ে দেয়।

এলাকাবাসী জানিয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট  সরকারের পতনের পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও ছিচকে ছিনতাইকারি শাহাজাদা বেপরোয়া হয়ে উঠে।  তার বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।