বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬, ৩০ ডিসেম্বর ২০২৪

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের রোববার (২৯ ডিসেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার রামনগর এলাকার আবু সাত্তার মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আরমান (৩২) একই এলাকার মৃত রাজ্জাক চৌকিদারের ছেলে অপর জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল কুদ্দুস (৫৬) একরামপুর ইস্পাহানী এলাকার ইসমাঈল মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী পারভেজ (৩০) ও কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার নুরুল হক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মুরাদ হোসেন (৩৫)।