ফাইল ছবি
বন্দরের চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার সনিগ্ধ আসামী সাব্বির হোসেন রানা(১৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাব্বির হোসেন রানা বন্দর থানার সালেহনগর এলাকার আলমগীর হোসেন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে ,চলতি বছরের ১৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৮টায় সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান(১৫)কে বিএনপি নেতা কাজলের হুকুমে তার সন্ত্রাসী ছেলে রাজসহ ২৫/৩০জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচতলার গেইটের সামনে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ১৯(১০)২৪।