মানববন্ধন
বন্দরে চিহৃিত মাদক ব্যবসায়ী রনীগং এর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে ৪ গ্রামের শত শত নারী পুরুষ।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা বড় জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১নং মাধবপাশা বড় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং মাধবপাশা বড় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, আইনজীবী সহকারি আব্বাস মিয়া, সমাজ সেবক ও বিএনপি নেতা সুমন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নোমান, সমাজ সেবক মনির মিয়া, কফিল উদ্দিন ও জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ১নং মাধবপাশা এলাকার চিহিৃত মাদক সম্রাট সইল্লা মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট ও চাঁদাবাজ রনী ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে উল্লেখিত এলাকার শান্তি প্রিয় সাধারন জনগন। রনীগং এর মাদক ব্যবসার কারনে এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধ মূলক কর্মকান্ড ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অনতিবিলম্বে সন্ত্রাসী রনীগংদের গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানা অফিসার ইনর্চাজের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আলাউদ্দিন, হাজী বাহাউদ্দিন, হাজী মহিউদ্দিন, অখিল উদ্দিন,আসলাম, হানিফ, জনী, মান্নান, হাশেম, বাবুল, আনোয়ার, নান্নু মিয়া, সামাদ, মাসুদ, রোমান, শিশির, নাঈম, সানিসহ ১নং মাধবপাশা, কান্দিপাড়া, ঘারমোড়া ও সেনাপাড়া এলাকার শতশত নারী পুরুষ।