বন্দরে সড়ক দুর্ঘটনা
নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় আসাদ নামে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বন্দর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মদনপুর থেকে মদনগঞ্জগামী ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ বন্দরের চৌধুরীবাড়ি এলাকার আমীর হোসেনের ছেলে। এসময় অজ্ঞাত আরো ৩ জন আহত হয়।
ঘটনাযর পর নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।