জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২৪ শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় বন্দরে সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার শুভ উদ্ধোধন করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) শুভ উদ্ধোধন কালে সাথে ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আলাউদ্দিন কবির, বন্দর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহম্মদ ছালাহ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রকিব আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।
জানা গেছে, জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টে বন্দর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদ টুর্নামেন্টে অংশ গ্রহন করে। উদ্ধোধনী ম্যাচে বন্দর ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদকে ও মুছাপুর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে ধামগড় ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয় অর্জন করে।#