শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের বিএনপি নেতাকে বন্দরে অচেতন করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ের বিএনপি নেতাকে বন্দরে অচেতন করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা

প্রতীকী ছবি

সোনারগাঁ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল রাহিম (৫৮)কে বন্দরে অচেতন করে শারিরীক নির্যাতনের পর নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা। গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।  এ ঘটনায় ভুক্তভোগী  বিএনপি নেতার জামাতা  হারুন অর রশিদ হিরন বাদী হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও বিভিন্ন তথ্য  সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার উত্তমদী এলাকার বাসিন্দা মোঃ হারুন অর রশিদ হিরনের শ্বশুর মোঃ আব্দুল রাহিম (৫৮) সোনারগাঁ পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছে। গত সোমবার ( ১৭ ফেব্রুয়ারী)  আনুমানিক সকাল সাড়ে ১০টার সময় বাদী শ্বশুর বিএনপি নেতা আব্দুল রাহিম রোগী দেখার জন্য সোনারগাঁ থানাধীন ট্রীপরদী এলাকা থেকে সিএনজি যোগে বন্দর থানাধীন মদনপুর আল বারাকাহ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। বেলা আনুমানিক ১১টায় সময় তার ব্যবহৃত সিএনজিটি মদনপুর বাসস্ট্যান্ড এর সামনে আসলে ঐসময় অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী যাত্রী সেজে আমার শ্বশুরের ব্যবহৃত সিএনজিতে উঠে। পরবর্তীতে সিএনজিটি হাসপাতালের সামনে আসার আগে যাত্রীবেশি ৪ জন দুষ্কৃতিকারী বাদী শ্বশুরকে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করে বিভিন্নস্থানে ঘুরিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে জিম্মি করে। পরে সেখানে তাকে অমানবিক নির্যাতন করে তার সাথে থাকা একটি রিয়েলমি সি২৫ ব্রান্ডের মোবাইল সেট যার মূল্য অনুমান ২২ হাজার টাকা, যার মোবাইল নম্বরঃ ০১৮১৯-৮৫৪০২৯, ০১৯৩৫-৬৬৬৩৭৪ ও নগদ ৭,৫০০/- টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আমার শ্বশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। আমার শ্বশুরকে অমানবিক নির্যাতনের পর একপর্যায়ে বন্দর থানাধীন কেওঢালা মেগা সিটি ফিলিং স্টেশনের বিপরীত পাশে অবস্থিত ইয়াহুয়া মেশিনারিজ লিমিটেড এর পেছনে বেধম মারপিট করে নীলাফুলা জখম করে পরিত্যক্ত ঝোপঝাড়ের মধ্যে বেধে ফেলে রাখে এবং একজন অজ্ঞাত নারী দিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নিয়ে তা ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অপচেষ্টা চালায়। পরবর্তীতে আনুমানিক বিকাল ০৪.০০ ঘটিকার সময় উল্লেখিত ফ্যাক্টরীর কর্মকর্তারা কারখানা পরিদর্শনে আসলে আমার শ্বশুরের চিৎকার করলে তারা আমার শ্বশুরকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে বিষয়টি ধামগড় ফাড়ির পুলিশকে অবগত করে। পেরে  পুলিশের সহযোগীতায় আমার শ্বশুরকে উদ্ধার করি।