শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি ঘটনায় অবরুদ্ধ অমৃত  ও সঞ্জিতের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি ঘটনায় অবরুদ্ধ অমৃত  ও সঞ্জিতের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

মহানবী হযরত মোহাম্মদ  (সাঃ)কে নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক কর্তৃক অবরুদ্ধ অমৃত সূত্রধর (৫২) ও সঞ্জিত কুমার মজুমদার  (৫০) বিরুদ্ধে অবশেষে মামল দায়ের হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের জাহাজ নির্মান ও মেরামতকারী শিল্প প্রতিষ্ঠানের আইন বিষয়ক কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(২)২৫ ধারা- ২৯৫এ/ ২৯৮ পেনাল কোড -১৮৬০। 

পুলিশ আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে  উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে ।

আটককৃতরা হলো সুদূর ঠাকুরগাও জেলার সদর থানার মন্ডলাদাম এলাকার অনিল চন্দ্র সূত্রধরের ছেলে অমৃত সূত্রধর ও অপর আটককৃত সঞ্জীত কুমার মজুমদার (৫০) বন্দর থানার সোনাকান্দাস্থ সোনাবিবি রোড এলাকার মৃত গনেশ চন্দ্র মজুমদারের ছেলে।

এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারী)  বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে  সাধারন শ্রমিকরা উল্লেখিত ২ জনকে অবরুদ্ধ করে পুলিশে সোর্পদ করে। খবর পেয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে  ।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, বিবাদীদ্বয় দীর্ঘদিন যাবত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামক প্রতিষ্ঠানে কর্মরত আছে। গত বুধবার  আনুমানিক সকাল সাড়ে ৮টায় সময় বন্দর থানাধীন সোনাকান্দা সাকিনস্থ ডকইয়ার্ডের কার্পেন্ট্রি শপে কর্মরত থাকা অবস্থায় অমৃত সূত্রধর ও সঞ্জিত মজুমদার অন্যান্য কর্মচারীদের সামনে প্রতিহিংসাবশতঃ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ও হিংসাত্বকভাবে ধর্মীয় বিশ্বাসকে অপমানিত করার জন্য সমগ্র মুসলিম জাহানের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিপূর্ণ মন্তব্য করে। ফলে, বিষয়টি ডিইডব্লিউ লিঃ এ কর্মরত জনবলের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানের বাহিরের লোকজনের নিকট বিষয়টি ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার জনসাধারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিপূর্ণ বক্তব্যের বিষয় নিয়ে ডকইয়ার্ডের প্রধান ফটকের সামনে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। এ ঘটনায়  নৌবাহিনী কর্তৃপক্ষ অবরুদ্ধকৃত ২ শ্রমিককে ওই দিন রাত ১০টার দিকে বন্দর থানা পুলিশের কাছে সোর্পদ করে।