মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫২, ১০ মার্চ ২০২৫

বন্দরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আলোচনা সভা

বন্দর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান'র নির্দেশনায় পিআইও মো. এরশাদ হোসেন'র সভাপতিত্বে  অগ্নি নির্বাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার সঞ্জয় খান।

ওই সময় ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লেগে গেলে তা কিভাবে নিভাতে হয় সে বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন, এতে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহন করেন।