শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৪, ২৪ মার্চ ২০২৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা লংঘনে দুটি ফার্মেসিকে এই অর্থ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

এ সময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ ও ওষুধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।