
প্রতীকী ছবি
বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত বাদল ফকির মিয়ার ছেলে বোরহান (৪০) ও কুশিয়ারা এলাকার মৃত ফিরোজ মিয়া ছেলে সেলিম (৫৫)। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৪০(৩)২৫।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়ি সামনে রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।