রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এ অনুষ্ঠানে হিন্দু মুসলমান সকলে মিলে কাজ করেছি, এই স্পিরিট ধরে রাখতে হবে : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১২, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:১৩, ৪ এপ্রিল ২০২৫

এ অনুষ্ঠানে হিন্দু মুসলমান সকলে মিলে কাজ করেছি, এই স্পিরিট ধরে রাখতে হবে : ডিসি

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আপনারা যারা ভিন্ন দেশ থেকে এসেছেন। স্টেইজে দেখুন আমরা কত সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করি। এ অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে কাজ করেছি। এই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। আমরা সকলে দেশ ও মানবতার জন্য কাজ করবো। 

শুক্রবার (৪ এপ্রিল) রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এটি নিরাপদ জায়গা। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা নিজেদের সংশোধন করার কথা ভাবছি। যারা দেশ বিদেশ থেকে এসেছি, আমাদের মাঝে অনুধাবন হয়েছে যে আমাদের সংশোধন হওয়া দরকার। যারা এখানে এসেছেন স্নান করতে তারা সংশোধন হবেন। 

তিনি আরও বলেন, আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আমাকে বলেছেন এই লাঙ্গবন্দের মহাতীর্থ অনুষ্ঠানের ভবিষ্যতে আরও সৌন্দর্য বর্ধন করবে।

তিনি বলেন, আমি নিজে আজ এখানে প্রথম এসেছি। আমাদের এ জায়গাটা আরো সুন্দর করে সাজানো উচিত। এখানকার অবকাঠামোর এ জায়গার ঐতিহ্যের সাথে যায় না। এর আরও সৌন্দর্য বর্ধন করা দরকার। 

তিনি বলেন, এটা শুধু তিনদিনের জন্য নয়। লাঙ্গলবন্দ হবে সারা বছরের জন্য। এখানে দর্শনার্থীরা আসবে। তারা এ জায়গার সম্পর্কে জানবো।