
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মোঃ গোলাম মোর্শেদ।
আটককৃত আসামি হলেন- দিনাজপুর জেলার মোঃ তাইজুল ইসলামের স্ত্রী সাথী মনি (২০)।
এর আগে সোমবার রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে আটক করে র্যাব-১১।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত আসামি কুমিল্লা থেকে কৌশলে গাঁজা সংগ্রহ করে এনে বিক্রির উদ্দ্যেশ্যে নিজের কাছে রেখেছিল।
আটককৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।