ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী শিল্প কারখানার বাইরে চাকুরির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। তবে এ ঘটনায় উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টির জন্য কেউ একটি পক্ষকে ব্যবহার করে চাকুরির প্রত্যাশার কথা বলে নামিয়েছে বলে মনে করছেন কারখানা কর্তৃপক্ষ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জের ভুলতা এলাকায় রবিনটেক্স নামে একটি শিল্প প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সেনাবাহিনীর হস্তক্ষেপে আন্দোলনকারীরা ফিরে গেলে শিল্প কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়।