মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বাস নিয়ন্ত্রণের চেষ্টার তথ্য গোয়েন্দাদের হাতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩০, ১৪ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে বাস নিয়ন্ত্রণের চেষ্টার তথ্য গোয়েন্দাদের হাতে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক দলের দুই নেতার বিরুদ্ধে।

এ নিয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে তাদের কার্যক্রম। ইতোমধ্যে এই কার্যক্রমের বিষয়ে দলের কেন্দ্রেও অবহিত করার কথা জানা গেছে। 

সংস্থাটির প্রতিবেদনে উঠে এসেছে, রূপগঞ্জের গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন রাজনৈতিক দলটির একটি অঙ্গ সংগঠনের বর্তমান আহবায়ক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। 

তবে প্রতিবেদনের বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের ব্যাপারে অধিকতর তদন্ত করতে সংস্থাটি কাজ করছে বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত নেতারা এটি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন এবং এ ব্যাপারে তারা বিন্দুমাত্র জড়িত নন বলে জানিয়েছেন।