বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৮, ৭ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার দায়ে জসিম মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম মিয়া উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার মৃত মজিবরের ছেলে।

এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁ কার্যালয়ের ব্যবস্থাপক আনোয়ারুল আজিম রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

ব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের রবিন টেক্স কারখানাসংলগ্ন রাস্তা থেকে তিতাসের বিদ্যমান ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি হাইপ্রেশারের বিতরণ লাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চি নিম্নমানের পাইপ দিয়ে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় জসিম মিয়া ও তার কয়েকজন সহযোগী মিলে গ্যাস সংযোগ দেয়। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান করতে গেলে জসিম মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার দায়ে জসিম মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।