প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার রূপসী কাঞ্চন সড়কের আতলাসপুর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন।
এ ঘটনায় প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী হৃদয় (২৬), পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী। আহতরা হলেন- তাহের আলী, সম্বাব্বর, রাধামন, অনেক ও আমিনুল।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) জহির মিয়া জানান, সকাল ৯ টার দিকে রূপসী কাঞ্চন সড়কের আতলাপুর জেলেপাড়া এলাকায় এয়ারপোর্ট গামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী নিহত হন। একই সময় একই স্থানে ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয় মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরো পাঁচজন।