মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ৪ জানুয়ারি ২০২৫

রুপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের সাবেক নেতা পাভেল হত্যার ঘটনায় আসামী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৪ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার থানাধীন ধামতী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান।

গ্রেপ্তারকৃত আসামিকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২৪ ডিসেম্বর রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকায় আসামিদের হামলায় গুরুতর আহত হন পাভেল। পরবর্তীতে পাভেলকে উদ্ধার করে দাইমুদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে পাভেলের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বায়েজিদকে প্রধান আসামি করে ১৫ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।