বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কারখানার পরিত্যক্ত ঘরে মিলল স্কুলছাত্রের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ৩১ মার্চ ২০২৫

কারখানার পরিত্যক্ত ঘরে মিলল স্কুলছাত্রের মরদেহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর কারখানার পরিত্যক্ত ঘর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসীস্থ্য গাজী টায়ার কারখার পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার দুপুরে জোহরের নামাযের কথা বলে বাড়ি থেকে বের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত রিফাত হোসেন পিরোপুরের নেছারাবাদ থানাধীন বলদিয়া এলাকার মৃত রাসেল মোল্লার ছেলে। তিনি দক্ষিণ রূপসী এলাকায় তার মা ও দুই বোনের সাথে একটি ভাড়াবাড়িতে বসবাস করতো। তিনি স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা গাজী টায়ার কারখানার একটি পরিত্যক্ত ঘরের ভেতর এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, রবিবার দুপুরে ১টার দিকে মসজিদে জোহরের নামায পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিফাত। বিকালে তার মা মেলামাইন কারখানার শ্রমিক সুফিয়া আক্তারের মোবাইলের সামাজিক মাধ্যম ইমোতে ছেলে রিফাতের মুক্তিপণ বাবদ দুর্বৃত্তরা ৪০ হাজার টাকা দাবি করলে তিনি তা দিতে অপরাগত প্রকাশ করেন। 

এদিকে রাতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে মা সুফিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন মরদেহটি তার ছেলে রিফাতের। 

প্রাথমিকভাবে দাবিকৃত মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পরিত্যক্ত ঘরের ভেতর ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।