রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে জোড়া খুনের ঘটনায় আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৬, ৫ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে জোড়া খুনের ঘটনায় আটক ১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই কিশোর নিহতের ঘটনায় অন্যতম আসামী মুনসুর আলী ওরফে কাইল্লা মুনসুরকে (৪৫) আটক করেছে র‍্যাব-১১।

শনিবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম মোর্শেদ।

এর আগে গতকাল রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মুনসুর আলীকে আটক করে র‍্যাব। মুনসুর রূপগঞ্জের তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে।

আটককৃত আসামিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

গত ৪ ফেব্রুয়ারি রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল গ্রুপ ও শ্রাবন গ্রুপের সংঘর্ষে হৃদয় ও রাশেদুল গুরুতর আহত হন। ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দুই কিশোর। এঘটনায় নিহত হৃদয়ের চাচা মোঃ তৌহিদুল ইসলাম রূপগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।