
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোকাকোলার স্পন্সরশীপ সংবলিত লোগো সাইনবোর্ডে থাকায় রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানসি রেস্টুরেন্ট ও ফাস্টফুড নামের সেই রেস্টুরেন্টের দুটি ফ্লোরের উপরের দিকে রেস্টুরেন্টের নামের পাশাপাশি কোকাকোলা লোগো লাগানো ছিল। এতে ক্ষুব্ধ হয়ে রেস্টুরেন্টে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর হাজারো মানুষ অংশগ্রহন করেন। মিছিলটি গোলাকান্দাইল স্ট্যান্ড প্রদক্ষিণ করে ফিরে আসার পথে তাঁত বাজার এলাকায় পানসি রেস্টুরেন্টের নামের সাথে কোকাকোলার লোগো দেখে ক্ষুদ্ধ হন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি ইট ও পাথর নিক্ষেপ করে এবং রেস্টুরেন্টের গ্লাস ভাংচুর করে।
পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় রেস্টুরেন্টের সাইনবোর্ড থেকে কোকাকোলার লোগো সরিয়ে ফেলার আহ্বান জানান তারা।
এছাড়াও উপজেলার বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে গিয়ে ইসরায়েলী পণ্য বিক্রিতে নিরুৎসাহিত করেন আন্দোলনকারীরা।