
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিন টেক্সটাইলে শ্রমিক-কর্মচারীদের ছাটাইয়ের প্রতিবাদের গার্মেন্টসে বিক্ষোভ করছে শ্রমিকরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে রবিন টেক্সটাইলে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এসময় অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবী জানান শ্রমিকরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ওদের ষোল জন কর্মচারীকে ঈদের আগে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের পাওনাদিও পরিশোধ করা হয়েছে। তাদের পুনর্বহালের দাবীতেই শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলন করছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন আছে।