বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫২, ১৫ এপ্রিল ২০২৫

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি সকালেই সরকারি মুড়াপাড়া কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের নারী-পুরুষ। সবাই এদিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও সাজে সজ্জিত হয়ে অংশ নেন।

কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এরপর দেশপ্রেমে উদ্বুদ্ধ করা গান, লোকজ নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানসহ আরও অনেকে।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা। তারা গান, নৃত্য ও লোকজ নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

এ আয়োজনকে কেন্দ্র করে রূপগঞ্জে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নতুন বছর বরণের এমন আয়োজনের জন্য স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।