
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক আক্তার হোসেন (৫৬) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. জাহানুর আলী জানান, সকালে কাঁচপুর থেকে অটেরিকশা চালক আক্তার হোসেন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশ্যে রওনা হন। মৈকুলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দিলে ধুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় বাকি দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত চালকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।