
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জলর রূপগঞ্জে নকশা বহির্ভূত ভাবে নির্মিত স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় তিনটি ভবন মালিককে দুই লক্ষ টাকা জরিমানাসহ ভেঙে ফেলা হয় একটি ভবনের আংশিক। এসময় আরেকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোমবার (২১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসমময় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনে অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনির হোসেন হাওলাদার।
এসময় অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় তিনটি ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছয় তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। অভিযানে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় অন্য একটি দুই তলা নির্মাণের মালিককে সতর্কতা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানান, রূপগঞ্জে রাজউকের নিয়ম বহির্ভূত স্থাপনা গড়ে উঠায় অভিযান চালানো হয়। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে জরিমানাসহ নেওয়া হয়েছে নানা আইনের ব্যবস্থা। যেখানেই নিয়ম বহির্ভুত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালিত হবে।