বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে ছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

প্রকাশিত: ২০:২৯, ৩০ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে ছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থা একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় (নাসিক) ৪ নং ওয়ার্ডের পেপার মিলের সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক ভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা। তারা ধারণা করছে, মৃতদেহের বয়স আনুমানিক ৩৫-৪০। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটির বিকৃত অবস্থায় রয়েছে। তবে আমরা চোখের পাশে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। ধারণা করছি ৪-৫ দিন যাবত পরে ছিল লাশটি। ময়নাতদন্তের পর সঠিক তথ্য বলা যাবে।