বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গামছা পেচিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১২, ৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৮, ৩ নভেম্বর ২০২৪

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গামছা পেচিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

মোঃ মোতালিম মিয়া

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এ সন্দেহে কাঞ্চন নাহার (৩৪) নামের এক স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ হত্যা করেছেন পাষন্ড এক স্বামী।

রবিবার (৩রা নভেম্বর) ভোর রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগরের মোঃ আফতাব উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া বাবা থেকে তার উদ্ধার করে পুলিশ।

এসময় নিহত কাঞ্চন নাহারের স্বামী মোঃ মোতালিম মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়। হত্যা কান্ডের বিষয়টি দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন স্বীকার করেছেন। 

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিবির আহমেদ জানান, তারা স্বামী-স্ত্রী উভয়ে আদমজী ইপিজেডে পৃথক দুইটি তৈরী পোষাক কারখানায় কাজ করেন। স্বামী মোঃ মোতালিম মিয়া ইউনেস্কো বিডি লিমিটেড নামে তৈরী পোষাক কারখানার ডেপুটি ম্যানাজার হিসেবে কাজ করেন এবং নিহত স্ত্রী কাঞ্চন নাহার লিনটাচ নামক অপর একটি কারখানায় অপারেটর হিসেবে করতেন। শনিবার রাতে মোতালিম মিয়া বাসায় ফেরার পর দেখতে পান তার স্ত্রী কাঞ্চন নাহার ফোনে কথা বলছেন। এসময় সন্দেহ হলে, কার সাথে কথা বলছেন তার স্ত্রীর নিকট সে কারন জানতে চান মোতালিম মিয়া। কিন্তু স্ত্রী কাঞ্চন নাহার তার মোবাইল থেকে নাম্বারটি মুছে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী কাঞ্চন নাহার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এ সন্দেহে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্বামী মোতালেব মিয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করে।

নিহত কাঞ্চন নাহার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের আবুল কালামের মেয়ে। এবং স্বামী মোতালেব মিয়া একই গ্রামের মায়েজউদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, স্ত্রীকে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে হত্যার কথা পুলিশের নিকট স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।