বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ১

মাদক ব্যাবসায়ী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

এসময় তার কাছ থেকে ২ হাজার ৭৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ আসামিকে আটক করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া। 

আটককৃত আসামির হলেন- মিছবাহ উদ্দিন রিয়াদ (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে বাসে করে ইয়াবা এনে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন তিনি।

আটককৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।