বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

দূর্ঘটনায় আরমিন নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বন্ধু মিরাজ জানান, নিহত দ্বীন ইসলাম আল বালাক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র, দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

মোটর সাইকেলে থাকা আরমিন ও দ্বীন ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দ্বীন ইসলামের গ্রামের বাড়ি সিদ্ধিরগঞ্জ এলাকায়। বাবার নাম হারুন সর্দার।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। পরবর্তীতে থানার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।